লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী নুর ইসলাম পচাকে গ্রেফতার করেছে।
গত ২৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউপির ভেলাবাড়ী বাজার থেকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।
আটক নুর ইসলাম পচা মাঝিপাড়া এলাকার মোকছেদ আলীর পুত্র।
মামলা সুত্রে জানা যায়,২০১৪ সালে নুর ইসলাম পচা ফেনসিডিলসহ লালমনিরহাট থানা পুলিশের হাতে আটক হয়।এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়।যার নম্বর ১৬৫/১৪।
মামলাটি বিচারান্তে আসামি নুর ইসলাম পচা জামিন নিয়ে পালিয়ে যায়। পলাতক থাকা অবস্থায় গত বছরের ১৬ অক্টোবর বিচারক আসামি নুর ইসলাম পচাকে ৩ বছর সশ্রমকারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী বলেন,সাজাপ্রাপ্ত আসামি নুর ইসলাম পচা দীর্ঘ দিন পালিয়ে ছিল।গতকাল গোপন সংবাদে জানতে পারি আসামী ভেলাবাড়ী বাজারে অবস্থান করছে।এসআই আমিনুরের নেতৃত্বে পুলিশ গিয়ে তাকে আটক করেছে।আজ অভিজ্ঞতা আদালতে পাঠানো হয়েছে।