মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত বোরো ধানের বীজতলা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:২৬ PM
তীব্র শীত ও ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত  হচ্ছে বোরো ধানের বীজতলা, ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। 

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো ধানের বীজতলা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারা বিবর্ণ হয়ে হলুদ ও লালচে রং ধারণ করছে। কৃষকরা চারা রক্ষায় কোথাও বীজতলায় ছাই ছিটিয়ে, কোথাও ওষুধ ছিটিয়ে চারা রক্ষার চেষ্টা করছেন। জমিতে চারা রোপণের আগেই শীত ও কুয়াশায় বীজতলা নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

কেন্দুয়ার বীজতলার ক্ষতি হওয়ায় বোরোধান রোপণ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২০ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। বীজতলা করা হয়েছে ১০৫০ হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ৩ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মাঠের বীজতলাই বিবর্ণ রূপ ধারণ করেছে। কোথাও হলুদ, কোথাও কালচে এবং লাল বর্ণ ধারণ করেছে চারা।

তীব্র শীত ও ঘন কুয়াশায় প্রায় এক সপ্তাহ ধরে কেন্দুয়ায়  সূর্যের দেখা মিলছে না। দিন-রাত থাকছে ঘন কুয়াশা। তাই এই উপজেলার বেশির ভাগ ধান চাষির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  

কৃষক নাজমুল হক বলেন, মনে হয় হাড়কাঁপানো শীতের কারণে বীজতলা চারা বাড়ছে না,বীজতলার চারা হলুদ, কোথাও কালচে এবং লাল বর্ণ ধারণ করেছে। এদিকে চারা রোপণ করতে পারছি না আমরা, এখন কি করব বুঝতে পারছি না।

কৃষক হলুদ মিয়া বলেন তীব্র শীত ও ঘন কুয়াশার  কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে ফলে আমার চার ভাগের এক ভাগ জমি এখনো রোপণ করতে পারছি না। 

উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ শারমিন সুলতানা  জানান, উপজেলার গতকাল পর্যন্ত ২০ হাজার ৭১৫ হেক্টর জমির মধ্যে ১৬ হাজার  হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে, রোপণের বাকি আছে প্রায় ৫ হাজার একর। ফলে কৃষক কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। তীব্র শীতে ও ঘন কুয়াশার কারণে বীজতলার চারা বৃদ্ধি কম হচ্ছে ফলে কৃষক বোরো রোপণ করতে পারছেন না। 

তিনি আরো বলেন, আমরা কৃষকদের বীজতলা পলিথিনে ঢেকে দেওয়া, পানিতে ডুবিয়ে রাখা, সালফারযুক্ত ওষুধ ছিটানো, জিপসাম ও ইউরিয়া সার ব্যবহারের পরামর্শ দিচ্ছি।উপসহকারী কৃষিকর্মকর্তা গণও এব্যাপারে কৃষকগণকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত