চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী। শনিবার (২৭ জানুয়ারি) জেলা শহরের টাউন ক্লাবের মিলনায়তনে দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করে ‘এন্ট্রাপ্রেনিউর অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম (ইপি)’ নামে একটি উদ্যোক্তাবান্ধব সংগঠন।
কেক কেটে উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খাঁন।
ইপি উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও ইপি উদ্যোক্তা ট্রেনিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসানুর রহমানের রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান প্রমুখ।
নতুন উদ্যোক্তা তৈরি এবং পুরাতন উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান করাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজকরা।