নীলফামারীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে সদরের চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের হলরুমে দাতা সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে শতাধিক প্রবীণ নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. জাহাঙ্গীর আলম শাহ ফকির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার লোকমান হোসাইন, প্রবীণ চাপড়া সরমজানী ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, ইএসডিও দারোয়ানী শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, শাখা হিসাব রক্ষক গুল নাহার বেগম, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আব্দুল মোমেন, ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
এ সময় সৎকারের জন্য এক প্রবীণ সন্তানকে দুই হাজার টাকা প্রদান করা হয়। কর্মসূচি শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে প্রায় এক হাজার প্রবীণকে কম্বল বিতরণ করা হয়।