নীলফামারীর সৈয়দপুরে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই শক্তি প্রতিপাদ্যে এই মেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বেধনী অনুষ্ঠানে আরও উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আনোয়ার হোসেন, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, আল-ফারক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে।