কলম সৈনিকদের নিয়ে নীলফামারী ডিমলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ডিমলা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে ডিমলা প্রেসক্লাবে মিলিত হয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকী, ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, দৈনিক সংবাদের ময়েন কবীর, দৈনিক বাংলার মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরেজর প্রদীপ অধিকারী, আমার সংবাদের মোঃ আবু তালেব, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, রংপুর সংবাদের শামীম ইসলাম সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় ডিমলা প্রেসক্লাব চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকল সাংবাদিকবৃন্দ ও ডিমলা উপজেলার সর্বস্তরের সুধিজন।