মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪০ PM
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মতিউর রহমান ও এখলাছুর রহমান। এ নিয়ে এবারের ইজতেমায় ৫ জনের মৃত্যু হলো।শুক্রবার ভোর রাতে তাদের দুইজনের মৃত্যু হয়। 

জানা যায়, মৃত মতিউর রহমানের  ময়দানে শ্বাস কষ্ট শুরু হলে  হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মতিউর রহমান। এখলাস উদ্দিন (৭০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ওখানেই তার মুত্যু হয়। নিহত এখলাস নেত্রকোনা জেলার সদর থানার স্বল্ফদুগিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে ইজতেমায় আসা ৩ মুসল্লির মৃত্যু হয়। এর মধ্যে ইজতেমা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়া আব্দুস সাত্তার ও জামাল উদ্দিনকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন দুপুরে ইজতেমায় যাওয়ার পথে ইউনুছ মিয়া নামে এক মুসল্লির মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত