নড়াইলে ডাকাতি মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর থানার বাহিরগ্রাম সাকিনের আঃ রহমান মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই সেলিম মহালদার ও এএসআই মো. শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#