বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শ্রীপুরে আওয়ামী লীগ নেতার বাড়ীতে গুলি ও অগ্নিসংযোগের অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:২৬ PM আপডেট: ০৬.০২.২০২৪ ৯:৩২ PM
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়ীতে দুর্বত্তদের গুলি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাত পৌণে ৩ টায় শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি ওই আওয়ামীলীগ নেতার বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নূরে আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা জানান, সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২.১৮ মিনিটে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা (খান বাড়ি) এলাকার বোরহান উদ্দিন খানের ছেলে আকতার হোসেন খান তাকে (০১৭১১-১০ ***৬) নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমি আকতার খান, আপনি বাহিরে আসেন একটু জরুরী কথা আছে। এসময় তিনি বলেন এখন রাত প্রায় ১২ টার উপরে বাজে। আগামীকাল সকালে আসেন। এ কথা বলা মাত্রই আকতার বলে **** **, আমি তোকে মেরে ফেলব, তুই বাইরে আয়। 

তখন আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা বলেন আমাকে তুমি মেরে ফেলবা কেন? আমি কি ভাইসা আইছি। তখন আকতার ওই নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তার সাথে থাকা অপর এক ব্যাক্তি তার কাছ থেকে মোবাইল নিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। পরে রাত ১২ টা ২৯ মিনিটে ওই নেতার বাড়ীর সামনে এসে তাকে ফোন দিয়ে বলে **** ** তুই বাইরে বের হ।  তখন তিনি বাইরে বের হলে কাউকে দেখতে পাননি। একই রাত প্রায় আড়াই ঘন্টা পর রাত পৌণে ৩ টায় তার বাড়ীতে ১০ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তারা বাড়ীর কলাপসিবল গেটের ফাঁক দিয়ে বাড়ীর বারান্দায় পালিত বিভিন্ন পোষা পাখির খাঁচায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরো বলেন, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান ঘটনাস্থলে এসে ৬ রাউন্ড গুলি নিয়ে গেছে। দুর্বৃত্তদের দেওয়া গুলি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। এসময় তারা বাড়ীর গেটের সামনে একটি ২ লিটার ও ২০০ মিলি পেপসির দুইটি বোতলে অকটেন অথবা পেট্রোল জাতীয় কিছু ফেলে রেখে যায়। সকালে বাড়ীর আশপাশ থেকে আরো ৪ রাউন্ড গুলি ও অল্প পরিমাণ পেট্রোলসহ দুইটি পেপসির বোতল পাওয়া যায়।

অভিযুক্ত আকতার হোসেন খানের (০১৭১১-১০****) নাম্বারে ফোন দিলে বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন আমি নাইট করেছি, আপনি এখন ফোন দিলেন কেন? পরে তিনি লাইন কেটে দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি বা গুলির খোসা ঘটনাস্থলে পাওয়া গেছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত