ময়মনসিংহের ত্রিশালে বারি সরিষা-১৪ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ত্রিশাল সদর ইউনিয়নের বাগান এলাকায় ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে ও তৈলবীজ গবেষণা কেন্দ্র গাজীপুরের বাস্তবায়নে মাঠ দিবসে ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. মোঃ এমরাউল ইসলামের সঞ্চালনায় ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. নাজমা আক্তারের সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া রহমান, ময়মনসিংহ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. শাহানা সুলতানা, তেলবীজ গবেষণা কেন্দ্র গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র সাহা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাপম, বাগান ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান প্রমূখ। এছাড়াও কৃষকদের পক্ষ থেকে সরিষা চাষী কৃষক হযরত আলী, শহিদউল্লাহ, সোহরাব হোসেন বক্তব্যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাঠ দিবসের আলোচনা শেষে অতিথিরা সরেজমিনে কৃষি জমিতে সরিষার মাঠ ও ফসল পরিদর্শন করেন।