শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৩ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহম্মেদ খানকে সমর্থন না দেওয়ায় দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান ও তার ছেলেসহ পাঁচজনের ওপর হামলা ও ভাংচুরের অভিযোপগ উঠেছে। স্থানীয় দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

এসময় দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাউদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহম্মেদ খান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় গণসংযোগ করছেন। 

গত ২৯ জানুয়ারি বায়জিদ আহম্মেদ খান তার একদল সমর্থক নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান এর সাথে সৌজন্য সাক্ষাত করে নির্বাচনে সমর্থন দাবি করেন। তিনি সমর্থন দিতে অপরাহতা প্রকাশ করলে প্রার্থী বায়জিদ আহম্মেদ ক্ষিপ্ত হয়ে বের হয়ে যান। 

এর জের ধরে গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে ইউপি চেয়ারম্যান রাহাত খান সদর থেকে নিজের প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। এসময় পথে তেঁতুলতলা নামক স্থানে বায়জিদ আহম্মেদ তার সমর্থকদের নিয়ে পথরোধ করে। এসময় ইউ‌পি চেয়ারম্যানের গাড়ি চালক গাড়ি না থামিয়ে দ্রুত চলে যায়। ইউপি চেয়ারম্যানকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি চালক গাড়িটি গ্যারেজের উদ্দেশ্যে নিয় যাচ্ছিলেন। এসময় বায়জিদ আহম্মেদে ও তার অর্ধশত কর্মী সমর্থক লাঠিসোঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে দধিভাঙা সেতুর কাছে গাড়ি চালক মনিরুজ্জামান এর ওপর হামলা চায়। এসময় গাড়ি চালকের ডাক চিৎকার শুনে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ স্থানীয়রা এগিয়ে আসলে তাদের মারধর করে আহত করে। হামলায় ইউপি চেয়ারম্যানের সমর্থক সায়েম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে গুরুতর আহত সায়েমকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত অভিযোগ করেন, এ সন্ত্রাসী হামলার ঘটনায় বায়জিদ আহম্মেদ খানকে প্রধান আসামী করে ১৯ জনের নামে থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টো হামলাকারিদের পক্ষ হতে একটি সাজানো পাল্টা মামলা গ্রহণ করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান বাদি হয়ে ১৯ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে স্থানীয় টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ৭জনকে আসামী করে পৃথক একটি মামলা দায়ের করেছেন। 

দুইটি মামলা আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত