নেত্রকোনার কেন্দুয়ায় রঙিন ফুলকপি প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নিলাম্বরখিলা ব্লকে এপ্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান আকন্দ, কৃষক মোহাম্মদ আলী স্বপন, উসমান গণি ও নিলাম্বরখিলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওহীদুজ্জামান।
মাঠ দিবসে বক্তারা বলেন, সাধারণ ফুলকপির চেয়ে রঙিন ফুলকপি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পুষ্টিগুণেও বেশি সমৃদ্ধ। বাজারে রঙিন ফুলকপির চাহিদাও বেশি। তাই দিন দিন কৃষকরা রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠছেন। তবে রঙিন ফুলকপি চাষ আরও বৃদ্ধি করতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় কৃষাণ-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।