মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রামগতিতে তিন ইটভাটা মালিকের অর্থদণ্ড
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৯ PM
লক্ষ্মীপুরের রামগতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটার মালিকের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও তিনটি ভাটার চিমনি গুঁড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়৷ 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০১৯ এর বিভিন্ন ধারায় মেসার্স আমানত ব্রিক্সের মালিককে দেড় লাখ টাকা জরিমানা, ফারদিন আনাম ব্রিক্স ও মেসার্স ফাতেমা নাজব আফরা ব্রিক্স নামক ইট ভাটা মালিকগণের প্রত্যেকের ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে মেসার্স বিসমিল্লাহ ব্রিক্স, আমানত ব্রিক্স ও মন্নান-নূরউদ্দিন ব্রিক্স নামক তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ও জনাব মীর মেজবাহীজ্জুলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত