সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ছিনতাইকারী চক্রের ‘বড় ভাই’ অস্ত্রসহ আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫২ PM
নগরীর ছিনতাইকারীদের একটি সংঘবদ্ধ গ্রুপ "বড় ভাই"৷ সেই গ্রুপের প্রধান কথিত বড় ভাউ গোলাম রসুল সানি (২৬) কে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ৷ 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে রসুল সানি (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় ইতিপূর্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে গিয়ে আসামীর দেহ তল্লাশি করে সানির কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ৷ সেই কার্তুজের সূত্রধরে পরবর্তীতে আবারও অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানাধীন সিআরবি গলাচিপা জঙ্গল থেকে আসামির স্বীকারোক্তি মতে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক বাংলাদেশ বুলেটিনকে বলেন, চলতি মাসের ১ তারিখ বিকেল অনুমান ৫টায় নগরীর কোতোয়ালি থানাধীন জলসা মার্কেটের সামনে ছোরার ভয় দেখিয়ে ইব্রাহিম সিফাত নামের এক যুবকের মোবাইল ও মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় এক ছিনতাইকারী।

সেদিনের ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। এরপর পরই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ মেহেদী হাসান ও এসআই মোশাররফ হোসাইন সহ সঙ্গীয় অফিসারের সমন্বয়ে কোতোয়ালি থানার একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামি গোলাম রসুল সানি (২৬) পটিয়ার শান্তিরহাট বেল্লাপাড়ার সিদ্দিক মেম্বারের বাড়ির নজরুল ইসলামের ছেলে৷ তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানা সহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি কোতোয়ালি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত