বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৭ PM
টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বজলুর রশিদ(৬০) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী উপজেলার দিঘর ইউনিয়নের আঠারদানা দক্ষিনপাড়া এলাকার মৃত আমীর উদ্দিনের ছেলে মো. বজলুর রশিদ। তিনি রাইস মিলে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন ভোরে বাড়ি থেকে একা বের হয়ে মসজিদে জামায়াতে নামাজ পড়তেন। ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে যাত্রীবাহি অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে তার মাথা ফেটে যায় এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয় পরে টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৩টায় তিনি মারা যান।

দিঘর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, মসজিদে নামাজে পড়তে যাওয়ার পথে এভাবে সড়কে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত