“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ভূঞাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ভূঞাপুর ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব হাসান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শফি গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান জারিন তাসনিম রুশমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সকল উপদেষ্টা।
এছাড়াও ভূঞাপুর ব্লাড ব্যাংকের সকল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এতে সদস্য ও উপদেষ্টাদের সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু।