ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মধ্যম চরছান্দিয়া গ্রামের বাসিন্দা আক্রাম আলী হাজি বাড়ির এক বাংলাদেশী শ্রমিক উত্তর সাইপ্রাসে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (সোহাগ হুজুর) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রফিকুল ইসলামের বড় ছেলে। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেয়ে এসেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সাইপ্রাস সময় সকাল ১১ টার দিকে নিহত সোহাগ উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে সোহাগ ইউরোকষ্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। ঘটনার সময় বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরতর আহত হয়। ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলেও জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দেশে থাকা কালীন সোহাগ বাড়ির দরজায় আকরাম আলী মিয়াজী বাড়ি জামে মসজিদে দীর্ঘদিন যাবত ইমামতি করতেন । পরবর্তীতে তিনি বিদেশে পাড়ি জমান। সাইপ্রাসে যাওয়ার কিছুদিন আগে তিনি বিয়ে করেন। গত রাতে পরিবারের সাথে শেষ বারের মতো কথা হয় বলে জানিয়েছেন নিহতের অসুস্থ পিতা রফিকুল ইসলাম।
মৃত্যু কালীন, মা, বাবা, স্ত্রী, ৬ বোন ও ১ ভাই সহ অসংখ্য স্বজন রেখে যান।