নরসিংদীর রায়পুরা উপজেলায় মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই ক্রীড়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মাহবুবা খানম ( কল্পনা রাজিউদ্দিন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানজ লাকী। বিশেষ অতিথি ছিলেন অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মিতুল, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক মিঞা, রফিকুল ইসলাম ও মণি আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রাজিউদ্দিন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সহচর হিসেবে তাঁর স্মৃতিচারণ ও অত্র বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। এসময় বিদ্যালয়ের সার্বিক সাফল্যের জন্য সভাপতি হিসেবে সফল বলেও পত্নী কল্পনা রাজিউদ্দিনের প্রশংসা করেন তিনি।
সভাপতি মাহবুবা কানম ( কল্পনা রাজিউদ্দিন) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক- শিক্ষিকা মন্ডলীর পরিশ্রমের ভুয়সী প্রশংসা করেন। সদ্য কলেজ হওয়া এই বিদ্যালয়ের যেকোনো উন্নয়নে একসাথে কাজ করবেন বলে জানান এমপি এবং এমপি পত্নী দু'জনেই।
সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।