মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
খুলনায় ৩ দিনব্যাপী বসন্ত মেলার সমাপনী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৫ PM
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও  খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শেষ হয়েছে। 

বুধবার রাতে খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৮৫টি  স্টল এবারের বসন্ত মেলায় অংশ নেয়।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও খুলনা অনলাইন শপিং এর উদ্যোক্তা ফাতেমা আফরোজ প্রমুখ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য দিলীপ কুমার বর্মন, কলিন হোসেন আরজুসহ খুলনা অনলাইন শপিং এর  বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত