শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সমিতির কার্যক্রম বন্ধ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২৬ PM
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাটে আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির বিরুদ্ধে জঙ্গী সম্পৃক্তার অভিযোগ উঠায় উক্ত সমিতির যাবতীয় কার্যক্রম বন্ধ করেছে আদিতমারী সমবায় অফিস।

তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এম এ হাশেমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারী আদিতমারী উপজেলা সমবায় অফিসার ফজলে ইলাহি এ আদেশ জারি করেন।

জানা যায়,চলতি বছর ২৮ জানুয়ারী রাতারাতি কালীরহাটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতি।শুধু মাত্র কাগজে কলমে গত বছরের জুলাই মাসে আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির যাত্রা দেখিয়ে জেলা সমবায় বরাবর রেজিষ্ট্রেশন আবেদন করে আদিতমারী সমবায় অফিস।চলতি বছরের শুরুতে রেজিষ্ট্রেশন অনুমোদন করে জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার।যাহার রেজি: নং-২০।

জানা যায়,আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতি ৬ সদস্য কমিটি নিয়ে রেজিষ্ট্রেশন নেয়।যার মধ্যে সভাপতি হাসান তারেক,সহ-সভাপতি মো:সাদ্দাম হোসেন, সম্পাদক সুবর্না খাতুন, সদস্য লিপি আক্তার,সদস্য মোকছেদুল হক ও সদস্য মো: আবু বক্কর সিদ্দিক।

সহ-সভাতি সাদ্দাম হোসেন ২০১৪ সালে রাজশাহীর বোয়ালিয়া থানার একটি মসজিদে ১৬ জনকে সাথে নিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনার জন্য গোপন বৈঠকে বসলে বোয়ালিয়া থানার তৎকালীন ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর হাতে সাদ্দাম হোসেনসহ ১৭ জন আটক হয়।পরে কয়েক মাস জেল খেটে জামিনে বের হয়।

সাদ্দাম হোসেন আদিতমারী উপজেলার দক্ষিন গোবধা গ্রামের হবিবর রহমানের ছেলে।

আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতিতে জঙ্গী মামলার আসামী বর্তমানে উক্ত প্রতিষ্টানে অর্থ দিয়ে পরিচালনা করছে। এতেই প্রশ্ন উঠেছে আদিতমারী সমবায় অফিসার ফজলে এলাহী মোটা টাকা ঘুষ নিয়ে উক্ত প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন দিয়েছে।

এ ব্যাপারে অভিযোগকারী তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি এম এ হাসেম বলেন,কোন রকম নিয়ম নীতি অনুসরন না করে আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির রেজিষ্ট্রেশন দেয়া হয়েছে।কারন হিসেবে তিনি উল্লেখ করেন,আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির বর্তমান সভাপতি হাসান তারেক,গত বছরের ডিসেম্বর সে আমার প্রতিষ্টানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।নতুন বছরের শুরুতে ২৮ জানুয়ারী কোন নীতিমালায় তারা নতুন প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি পায়? আবার আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির সহসভাপতি সাদ্দাম হোসেন জঙ্গী মামলার আসামী।

আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির সহসভাপতি সাদ্দাম হোসেন বরেন,আমার বিরুদ্ধে মামলা ছিল।এখন আর নেই।

এ ব্যাপারে আদিতমারী সমবায় অফিসার ফজলে এলাহী  বলেন,অভিযোগ পাওয়ার পরে আলোর প্রদ্বীপ পন্য উৎপাদন ও বিপনণকারী সমবায় সমিতির সব ধরনের কার্যক্রম স্থগিত করেছি।আপনার নিয়ম না মেনে সমবায়ের রেজিষ্ট্রেশন দেন এটা কি ঠিক? এমন প্রশ্নের তিনি কোন উত্তর দেননি।

লালমনিরহাট জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার বলেন,একটি সমবায় সমিতির কার্যক্রম বন্ধ করেছে শুনেছি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত