শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
যুবসমাজকে অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৪ PM
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি প্রমুখ উপস্থিত ছিলেন। 

নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য হাওয়ায় খেলাটি ট্রাই বেকারে গড়ায়। ট্রাইবেকারে কোলকোন্দ ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে বড়বিল ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

এসময় রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেন, অনলাইন জুয়ায় ধ্বংস হচ্ছে যুবসমাজ, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও অনলাইন জুয়া খেলা প্রতিনিয়ত বেড়ে চলেছে।এখন দেখা যায় বাচ্চারা অনলাইন জুয়ায় আসক্ত, অভিভাবক ভাবছে বাচ্চা ছোট, কিন্তু অনলাইনে এ ক্যাসিনো চালিয়ে যাচ্ছে সকলের অগোচরে। আস্তে আস্তে নিঃশেষ করছে আমাদের যুব সমাজকে। তাদের প্রতিভা নষ্ট হচ্ছে জুয়ার নেশায়। 

তিনি আরও বলেন, জুয়া কোন অংশে মাদকের চেয়ে কম নেশা নয়, মাদক যেমন একটা পরিবার ও দেশকে ধ্বংস করে ঠিক তেমনি জুয়ার মাধ্যমে একটা পরিবার ও সমাজ ধ্বংস হচ্ছে। সাথে বড় জুয়া আমাদের দেশের অর্থ পাচার হচ্ছে বিদেশে। এর প্রভাবে বাচ্চারা খিটখিটে, বদ মেজাজী, রোগাক্রান্ত এমনকি বিভিন্ন গণমাধ্যমে আমরা সন্তানের হাতে বাবা-মা খুন হয়েছে এমন নৃশংস খবরও পেয়ে থাকি। আমাদের শিশু-কিশোর ও যুব সমাজ অত্যন্ত মেধাবী। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক,জুয়া থেকে তাদের দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে ব্যক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। এছাড়া খেলাধুলা  খেলোয়াড়দের  শারীরিক মানসিক বিকাশে সহযোগিতা করছে। তাই মাদক সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে বছর ব্যাপী খেলাধুলার আয়োজন করা হবে। 

এর আগে এমপি গঙ্গাচড়া সরকারি কলেজের আয়োজনে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গঙ্গাচড়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করা ছাড়াও গঙ্গাচড়া সদর ইউনিয়নের মধ্যে নবনীদাস হরি মন্দির কমিটি আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত