মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ট্রেনে আগুনের ৪১দিন পর সৈয়দপুরের শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০১ PM
ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার ৪১ দিন পর নিখোঁজ নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) শিক্ষার্থীর আবু তালহার (২৪) মরদেহ শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচিত শনাক্ত করা হয়৷ রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের আব্দুল হকের ছেলে আবু তালহা (২৪)।

তালহার মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তালহার বাবা আব্দুল হক জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় আবু তালহার মরদেহ বহনকারী গাড়িটা গ্রামের বাড়িতে পৌঁছেছে। 

ঢাকা কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস জানান,বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন পোড়া চারটি মরদেহের চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। আদালতের আদেশে দাবিকৃত স্বজনদের ও মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে ক্রস ম্যাচিং করা হয়। তারপর লাশগুলো শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত