রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৮ PM
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র বিশেষ মতবিনিময়, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কুড়িগ্রাম জেলার আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলার আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত মতবিসিময় ও আলোচনা সভায় সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুমোদিত আহবায়ক কমিটির নাম ঘোষনা করেন বীর প্রতীক বীর-মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। 

এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সাবেক জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার নির্মল চন্দ্র শাহা সহ জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ। 

আহবায়ক কমিটিতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো: সাঈদ হাসান লোবনকে আহবায়ক, আব্দুস সালাম বাবু ও শাহ আলমকে যুগ্ম আহবায়ক এবং খ.ম খাইরুল ইসলাম লুমানকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট অনুমোদিত আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। 

আগামী ৯০ দিনের মধ্যে এ আহবায়ক কমিটি একটি পুর্ণাঙ্গ কমিটি উপহার দিবে এ আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিগণ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত