কয়েকদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই আবারও দুঃসংবাদ ফারুকী-তিশার পরিবারে।
এবার একমাত্র মেয়ে ইলহামের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে ইলহামের হাতের একটি ছবি দিয়েছেন তিশা। ছবিতে ইলহামের হাতে ক্যানুলা দেখা গেছে।
ক্যাপশনে তিশা লিখেছেন, ‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে।
সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ। তবে ইলহামের আসলে কী হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা কেমন এবং কোথায় আছেন—এসব কিছুই জানাননি তিশা।