মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়ে একমাস পরে মৃত্যু শিশু তহুরার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৭ PM
নিপাহ্ ভাইরাস  কেড়ে নিল বরিশালের বানারীপাড়ার তিন বছরের ফুটফুটে নিষ্পাপ শিশু তহুরার প্রাণ। প্রায় একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা পোনে ১২টার দিকে জীবন প্রদীপ নিভে যায় তার।

তহুরা উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। জানা যায় তহুরা বাড়িতে বসে কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পরে জ্বর ও খিচুনি উঠে অসুস্থ হয়ে পড়ে এবং কথা বলা বন্ধ হয়ে যায় ।  একমাস পূর্বে  প্রথম দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দ্বিতীয় দিন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তহুরা মারা যায়। বানারীপাড়ায় নিপাহ্ ভাইরাসে শিশু তহুরারই প্রথম মৃত্যুবরণ করে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত