টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসার শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে উপজেলা মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, এলাকাবাসী সহ সর্বস্তরের লোকজন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার ভূঞাপুরের সার পলশিয়া ভাবীর বালু ঘাট সংলগ্ন এলাকায় মাটির গর্ত থেকে আব্দুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। সে পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- সার পলশিয়া গ্রামের সবুর কশাইয়ের ছেলে ফারুক, একই গ্রামের আব্দুল বারেক ও তার স্ত্রী জয়নব।