ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেষ হলো সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ ২০২৪ পালিত।
গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ।
সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, যানজট নিরসন, র্যালি, আলোচনা সভা, ওপেন হাউজ ডে, চালক ও হেলপারদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পানি, খাবার, টি-শার্ট বিতরণ, Hello HP apps বিষয়ে পরামর্শ প্রদান, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ঠিক রেখে আইনি নীতিমালা মেনে হাইওয়েতে চলাচলকারী গাড়ি চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে চালক, সহকারী, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বা মালবহন গাড়ির গতি সীমার বাহিরে চালানোসহ মহাসড়কে সতর্কতা অবলম্বন করা। ওভার টেকিং না করা এবং থ্রি-হুইলার গাড়ি যাতে মহাসড়কে কোনো মতে না ওঠতে পারে সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ শুধু `সেবা সপ্তাহ` নই, প্রতিদিনই এ সেবা সাপ্তাহ পালন করে যাবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১১ জুন একটি বিশেষায়িত পুলিশ ইউনিট হিসেবে যাত্রা শুরু করে ‘হাইওয়ে পুলিশ’। ২০০৯ সালে হাইওয়ে পুলিশ বিধিমালা প্রণীত হওয়ার মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়।