বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
মানিকগঞ্জে শর্টগানের কার্তুজ সহ ২ জন গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৪০ PM
মাদকদ্রব্য ও শর্ট গানের কার্তুজ সহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশরা এবং পৌরসভার ৩ নং ওয়ার্ল্ডের বড়াই এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হামীমুর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

হামীমুর রশিদ জানান, গত ১৯ ফেব্রুয়ারি দিনভর ৫টি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৩টি নিয়মিত ও দুটি ভ্রাম্যমান আদালত। 

অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাজা ও NOBEL 12 SPORT নামাংকিত শর্ট গানের ২ টি কার্তুজ উদ্ধার  করা হয়। 

আসামিদের মধ্যে পূর্ব দাশরা গ্রামের জমত আলীর পুত্র আলাউদ্দিনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন ঢালী। তাকে নিজ দোকানে বসে ইয়াবা সেবনরত অবস্থা গ্রেফতার করা হয়। আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এছাড়া বাড়ই গ্রামের পরান সাহার পুত্র তাপস সাহাকে (৩৫), ২৫০ গ্রাম গাজা সহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে দুটি শট গানের কার্টুজ উদ্ধার করা হয়। 

আসামি তাপস সাহার বিরুদ্ধে  মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (চ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত