ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে গ্রেপ্তারের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, কবি লোকান্ত শাওন, সংগঠনের সাধারন সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কবি শামীম আশরাফকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এইসময় তারা শামীম আশরাফের অবিলম্বে তাঁকে মুক্তি দাবী করেন। তা নাহলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন তারা।
উল্লেখ্য, শামীম আশরাফের বিরুদ্ধে অভিযোগ, পোস্টার ডিজাইনের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।