নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস।
১২টা ১ মিনিট একুশরের প্রথম প্রহর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড.বদিউল আলম। এই উপলক্ষ শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়।
পরে পুলিশ সুপার কাজী মাহাম্মদ মাস্তাফিজুর রহমানের নতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য অধিদপ্তর, জেলা মুক্তিযাদ্ধা ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়া জেলার ছয়টি উপজলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস।