বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩০ PM
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় এবং বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জের সর্বত্র পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও মহান শহীদ দিবস। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম বার)। পর্যায়ক্রমে প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে বীর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও জেলা বিএনপি সভাপতি শিল্পপতি আফরোজা খান রিতার নেতৃত্বে বিএনপি ও এর সকল অঙ্গ- সহযোগী সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। 

এর আগে আফরোজা খান রিতার নেতৃত্বে সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা  (প্রভাত ফেরী) বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া ৫২'র ভাষা আন্দোলনে প্রথম আত্মহতি দানকারী শহীদ রফিকসহ জানা-অজানা সকল শহীদদের স্মরণে নাচ-গান, আলোচনা সভা ও আলপনা উৎসবে আয়োজন করে ঐতিহ্যবাহী উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জে জেলা শাখা। 

অপরদিকে, শহীদ রফিকের গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার পারিলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতিচারণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত