মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ডোমারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আ: সামাদের শেষ বিদায়
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪১ PM
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা আ: সামাদ’কে(৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ভোর পোনে ৫টায় পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার নিজ বাড়ীতে অসুস্থজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী,তিন ছেলে,তিন মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চিকনমাটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।ঈদগাহ মাঠে কফিনে জাতীয় পতাকা জড়িয়ে দিয়ে বীর মুক্তিযোদ্ধা আ: সামাদকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় উপজেলা প্রশাসন ও গার্ড অফ অনার প্রদান করেন থানা পুলিশ।

এসময় ইউএনও নাজমুল আলম বিপিএএ,উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও পৃথকভাবে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আ: সামাদকে খোলাহাটি সেনা নিবাসের ক্যাপ্টেন আসিফ এর নেতৃত্বে একটি সেনাদল গার্ড অফ অনার প্রদান করেন।
শেষে চিকনমাটি কবর স্থানে বীর মুক্তিযোদ্ধা আ: সামাদ এর দাফন সম্পন্ন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত