বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কেন্দুয়ায় স্থানীয় সরকার দিবস পালিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৭ PM আপডেট: ২৭.০২.২০২৪ ৫:৫৩ PM
স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার”এপ্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিবসটি পালন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.রাজীব হোসেন বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে।
সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (তদন্ত) ওমর আকবর, ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান খান সোহাগ, এনামুল কবীর খান, জনস্বাস্থ্য কর্মকর্তা শাহাদাত হোসেন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণসহ গনমাধ্যমকর্মীগন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত