বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৫ PM
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ২৫ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে আসে। 

প্রজ্ঞাপন অনুসারে, বিদ্যুতের (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র) ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ১৪ টাকা ৭৫ পয়সা। আর ক্যাপটিভ বিদ্যুতের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) ক্ষেত্রে ৩০ টাকা ৭৫ পয়সা।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছিলেন, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না। শিল্প কারখানা পর্যায়েও গ্যাসের দাম বাড়ানো হবে না। গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। ইউনিটে ৭৫ পয়সা বাড়ানো হবে। এ দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে।
 
তাছাড়া তেলের ক্ষেত্রে গতিশীল দাম সমন্বয়ের দিকে যাওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত