ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি বের করে।
র্যালিটি মসিক নগর ভবন থেকে শুরু হয়ে শশী লজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে শশী লজে দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরব আলী, থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ প্রমুখ।
অপরদিকে মসিকের উদ্যোগে নগরীতে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ, মসিক সচিব মো: আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা অন্যান্য বিভাগ ও শাখা প্রধান, অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।