মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দাকোপে জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৮ PM
“স্মাট পরিসংখ্যান উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে খুলনার দাকোপে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, থানা পুলিশ পরির্দক (ওসি তদন্ত) শাহীনুর রহমান, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শম্পা বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মাহামুদ,ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদসহ আরো অনেকে। 

সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুরুপ ভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে বর্নাঢ্যা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  
   
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত