মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৯ PM
চাঁপাইনবাবগঞ্জে মাদক বহনের সময় ১৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার বিকালে সদর উপজেলার ভাগ্যবানপুরে পরিচালিত এক অভিযানে এই নিষিদ্ধ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫।

আটক মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার মহারাজপুর নতুনপাড়া এলাকার প্রেমবাসী ও মৃত যুগল চন্দ্র দাশের ছেলে সুবেত চন্দ্র দাশ (৪০)।

বৃহস্পতিবার র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মহারাজপুর মেলারমোড় এলাকায় অভিযান চালায়।
এ সময় ১ হাজার ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুবেৎ চন্দ্র দাসকে আটক করা হয়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুবেত মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত