সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
টাঙ্গাইল লৌহজং নদীর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৪:১৩ PM আপডেট: ০১.০৩.২০২৪ ৪:১৬ PM
টাঙ্গাইল শহরের উপর দিয়ে প্রবাহিত নৌহজং নদীটি অবশেষে বিডিক্লিনের আড়াই হাজার সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিডিক্লিনের সদস্যরা পরিস্কার অভিযান শুরু করেছেন। এতে করে আবারও নদীটির প্রান ফিরে পাবে। নদীর আশের মানুষজন নদীর পানি ব্যবহার করতে পারবে বলে আশা করছেন বিডি ক্লিনের সদস্যরা। এদিকে দ্রুত সময়ের মধ্যে নদীর আগের রুপ ফিরিয়ে আনার  আশা জেলা প্রশাসকের। 

জানা যায়, ৯০ দশকে টাঙ্গাইলের বিভিন্নস্থানে স্লুইসগেট নির্মাণের কারণে লৌহজং নদীর আশপাশে দখল ও দূষণ ধীরে ধীরে মরা খালে পরিনত হয়। টাঙ্গাইল জেলাবাসীর দাবীর প্রেক্ষিতে গত ২০১৬ সালে জেলা প্রশাসক নদীটির উদ্ধার অভিযান শুরু করেন। ওই সময় নদীর দুই পারে উদ্ধার অভিযান শেষ করে ওয়াকওয়ে রাস্তা নির্মাণের পরিকল্পনা থাকলেও তা আর কার্যকর হয়নি। ফলে আবারও দখলদার অবৈধ দখল করতে শুরু করে। অবশেষে টাঙ্গাইল জেলা প্রশাসক পূনরায় নদীটি দখল দূষণ মুক্ত করতে বিডিক্লিনের সহায়তা নিয়ে সকাল থেকে কার্যক্রম হাতে নিয়েছে। 

নদী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সময়, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের সদস্যরা বলেন, শুধু একবার কচুরিপানা পরিষ্কার করলেই এর সার্থকতা আসবে না। এটি অবশ্যই নিয়োমিত পরিস্কার পরিছন্ন ও জেলা প্রশাসকের তদারকী না থাকলে আবারও নদীটি দূষনের কবলে পরবে।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, আড়াই হাজার বিডিক্লিনের সদস্যসহ ৩ হাজার স্বেচ্ছাসেবীদের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে। লৌহজং নদীটির প্রায় ৩ কিলোমিটার  পরিষ্কার পরিচ্ছন্নতার করা হবে। দ্রুত সময়ের মধ্যে নদীর আগের রুপ ফিরিয়ে আনা হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত