রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ঢাবি 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ববি কেন্দ্রে উপস্থিতির হার ৮৮.৪৩ শতাংশ
ববি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৪:৫৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২২৩৯ জন, পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন ১৯৮০ জন। মোট পরীক্ষার্থীর ৮৮.৪৩ শতাংশ পরীক্ষায় অংশ নেয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ববি প্রশাসন। 


আজ পহেলা মার্চ (শুক্রবার) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে  'ক' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১ থেকে পরীক্ষা শুরু হয়ে ১২:৩০ এ শেষ হয়।'


পরীক্ষা শুরুর ২০ মিনিট পর কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

তিনি সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান,"কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

সার্বিক নিরাপত্তার জন্য সজাগ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,প্রক্টরিয়াল টিম,বিএনসিসি ও রোভার স্কাউট এর সদস্যবৃন্দ।


উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ক' ইউনিটে ১৮৫১ টি আসনের বিপরীতে  এক লক্ষ ২২ হাজার একাশি জন ভর্তি পরীক্ষার আবেদন করছে।


বিগত বছর গুলোর ন্যায় বরিশাল সহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত