শিবালয়ের বোয়ালী ডি.এন. ঘোষ ইন্টারন্যাশনাল কিডস স্কুলে শুক্রবার বিকেলে বার্ষিক পুরস্কার ও একাডেমিক অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ড. হরিদাস ঘোষের সভাপতিত্বে মানিকগঞ্জ ১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ প্রধান অতিথি ছিলেন।
এ সময় বক্তব্য দেন জেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক রথীন সাহা, বিদ্যালয়ের অধ্যক্ষ দিপালী ঘোষ, সাংবাদিক দেবাশীষ ঘোষ জয় প্রমুখ।