চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তোফাজ্জল ইসলাম(৫২) নামে এক ভ্যানচালককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের চক বহরম এলাকার মৃত ইসমাইল হকের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ঘাস বিক্রি করতেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তোফাজ্জল। সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৪নং বাঁধ-এলাকায় একটি বাগানের ভেতর আগুনের ছাইয়ের স্তুপের ওপর তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। হত্যার আলামত মুছে ফেলতে তোফাজ্জলের গায়ে সরিষার খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। মূল ঘটনা উদঘাটনে সিআইডি ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।