রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টঙ্গীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি
টঙ্গী গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৫:৫৯ PM
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় শুক্রবার ভোর রাতে জানালার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। 

ঘটনাটি ঘটেছে ওই এলাকার মোসলেম উদ্দিন এর বাসায়।  এসময় ডাকাত দলের সদস্যরা বাসার  লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মোসলেম উদ্দিন জানান, বৃহস্পতিবার  দিবাগত রাত আড়াইটার দিকে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এসময়  ডাকাত দলের সদস্যরা বাসার সবাইকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের আলমারী ভেঙ্গে তাতে রক্ষিত নগদ তিন লক্ষ টাকা, চার ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি দামি মোবাইল নিয়ে যায়। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, এটি ডাকাতি নয়, দস্যুতা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত