"সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো"- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস /২০২৪ পালিত হয়।
শনিবার সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মো. জয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. শাহিনুর রহমান, শিক্ষক গোলাম মোর্শেদ শাহিন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস। এসময় নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, গনমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।