মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে ঘরের তিরের সাথে লাল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার (২ মার্চ) সকাল ৭টায় ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী তালেব আলীর মেয়ে সুমা আক্তার (৩১)। সবার অজান্তে ঘরের তিরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। কমলগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহতের সুমা আক্তার বালাগঞ্জ নুরুল ইসলাম সাথে ৪ মাস আগে স বিয়ে হয়। বিয়ের পর হতে সে বাবার বাড়িতে বসবাস করতো।
পতনঊষার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজ খান বলেন আদালতে স্বামী তালাকের কথা শুনে হয়তো আত্মহত্যা করছে।
শমশেরনগর পুলিশ পরির্দশক শামিম আকনজী আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার লোকজন বলছে, আদালতে মাধ্যমে তালাক দিয়েছে বলে শুনেছেএই কারণে এই ঘটনাটি ঘটেছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।