চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনজীবী সমিতির ২০২৩ খ্রি. সালের কার্যকরী কমিটির বিদায় ও ২০২৪ খ্রি. সালের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির হল রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। নব-নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান ওই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ। অনুষ্ঠানে জেলার আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এর আগে, গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে নাজমুল আজম সভাপতি ও একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে এবং সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মনোনয়নে মো. সোলায়মান বিশু ও মোহা. তোহুরুল ইসলাম পিন্টু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ১০০ ভোট পেয়ে মো. সোলায়মান বিশু বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল আজম পেয়েছেন ৯৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১০৮ ভোট পেয়ে একরামুল হক পিন্টু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. তোহুরুল ইসলাম পিন্টু পেয়েছেন ৯৫ ভোট।
অন্যান্য পদের মধ্যে ১১৯ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সাত্তার-১ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মো. হাসান জামিল বাবলু পেয়েছেন ৭৯ ভোট।
সহ-সভাপতি পদে ১০৪ ভোট পেয়ে সোহরাব আলী-২ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. তারেক আজিজ পেয়েছেন ৯৪ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ১০০ ভোট পেয়ে তসিবুর রহমান ও ৯৮ ভোট পেয়ে শহিদুল ইসলাম পলাশ নির্বাচিত হয়েছেন। এই পদে ফরহাদ হোসেন মিলন পেয়েছেন ৮৯ ভোট ও রাসেল আহমেদ রনি পেয়েছেন ৯৮ ভোট।
অর্থসম্পাদক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসির আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোরসেদ পেয়েছেন ৯৮ ভোট। গ্রন্থাগার সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে নূরে আলম সিদ্দিকী আসাদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাইনুল ইসলাম-২ পেয়েছেন ৯৫ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে জহির জামান জনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. আলাউদ্দিন পেয়েছেন ৭৯ ভোট। এছাড়া ৪টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে ১২৯ ভোট পেয়ে আবুল কালাম আযাদ, ১৩১ ভোট পেয়ে মাইনুল ইসলাম অন্তর, ১০৫ ভোট পেয়ে (দুজন প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় লটারির মাধ্যমে) ইমরুল কায়েস ও ১৪২ ভোট পেয়ে তানভীর আহমেদ সিদ্দিকী নির্বাচিত হন।
এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতিসহ ৮ জন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ৫ জন নির্বাচিত হন।