সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
অন-অ্যারাইভাল ভিসা চালুর জন্য কাজ করছে ভারত: সহকারী হাই কমিশনার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৮:১৩ PM
বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর জন্য ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন রাজশাহীস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী কমিশনার মনোজ কুমার। ভিসা ইস্যুর পরিমাণ বেড়ে যাওয়ায় এটা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য গতিশীল করতে ওই মতবিনিময় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

মনোজ কুমার বলেন, ‘বিশ্বব্যাপী ভারত যে পরিমাণ ভিসা ইস্যু করে তার সিংহভাগই বাংলাদেশি নাগরকিদের জন্য। এ অবস্থায় অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজিকরণ- এটা অত্যন্ত জরুরি। ভারত বাংলাদেশ উভয়দেশই এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।’

সহকারী হাই কমিশনার আরও বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ করছে দুই দেশ। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রা রুপিতে পণ্য আমদানি সহজ হবে।’

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী মো. রুহুল আমিন, ঢাকাস্থ ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ।

এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মসিউল করিম বাবু, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, খাইরুল ইসলাম, আনোয়ার হোসেন, রাইহানুল ইসলাম লুনা, নাজিবুর রহমান, সাবেক পরিচালক শহিদুল ইসলাম শহিদ, বাহারাম আলী, এম কোরাইশী মিলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম, মাসুদ রানা, খাদেমুল ইসলাম। সভা পরিচালনা করেন চেম্বারের সহ-সভাপতি মো. আখতারুল ইসলাম রিমন।

এর আগে, একুশের পদক প্রাপ্ত জিয়াউল হককে ব্যবসায়ী ও শিল্পপতিদের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত