ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙ্গালীর মুক্তির সনদ। দিবসের গুরুত্ব বর্ণনা করে সভায় উপস্থিত সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিচারপ্রার্থীদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আরও কর্মোদ্যমী এবং যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা জজ নির্মলেন্দু দাস, যুগ্ন জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, অতিরিক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রুখসানা খানম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সোলায়মান বিশু ও সাধারণ সম্পাদক মো. একরামুল হক পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার।
এর আগে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নীচতলায় সুসজ্জিত মুজিব কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিচারকগণ।