শনিবার ৯মার্চ সকাল ৯টায় খুলনা সিটির গল্লামারী মৎস্য খামার মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন পলাশ কুমার ঘোষ, সিনিয়র সহকারী পরিচালক, বিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়, চিংড়ি শিপমেন্ট এসোসিয়োসনের মহাসচিব মোঃ নাজিবুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মনিরুল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ডুমুরিয়া মো: আবুবকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাশ, খুলনা সদর ও ডুমুরিয়া খামার ব্যবস্থাপক।
কর্মশালার অর্থায়ন করেন ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (SHAB)। বাস্তবায়নে সহযোগিতা করেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (SHAB) ও মৎস্য অধিদপ্তর, খুলনা। কর্মশালার সার্বিক সঞ্চালনায় ছিলেন ফুলতলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান।