দশমিনা উপজেলার ডাঃডলি আকবর মহিলা কলেজের শিক্ষার্থী মেহেজাবিন মেহেদী ইফা মেডিকেল কলেজ মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ায় কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস দেয়া হয়।
রবিবার বেলা ১১ টায় কলেজের অধ্যক্ষ মো.সোহরব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠিতা সভাপতি ডাঃআলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃডলি আকবর মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিম, অভিভাবক মেহেদী মাসুদ, রাসিদা আক্তার সহ পরিচালনা পর্ষদের সদস্য, প্রভাষকসহ শিক্ষক ও কর্মচারী, বিভিন্ন প্রেস মিডয়ার সাংবাদকর্মী।
জানা যায়, মেহেজাবিন মেহেদী ইফা ২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে চলতি বছরে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই কলেজর প্রভাষক (শাঃশি) মোঃ বেল্লাল হোসেন।