"যদি হই রক্তদাতা,জয় করব মানবতা" এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় মহান স্বাধীনতা মাস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নিউ সন্ধানি ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কেন্দুয়ার অফলাইন ও অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজনে
মহান স্বাধীনতা মাস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।
স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালক ফুয়াদ হাসান বাবুর পরিচালনায় নিউ সন্ধানি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো.শহিদুল ইসলাম আকন্দের সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়।
নিউ সন্ধানি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো.শহিদুল ইসলাম আকন্দের সাথে কথা হলে তিনি জানান, রক্ত কৃত্রিম ভাবে তৈরি করা যায় না, জরুরী প্রয়োজনে রক্তের মাধ্যমে শুধু একজন মানুষই পারে আরেক জন মানুষকে বাঁচাতে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন ৯ লাখ ব্যাগ। কিন্তু দুঃখের ব্যাপার প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে জরুরি মুহূর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। সেই জন্যে স্বাধীনতা মাসে রক্তের গ্রুপ নির্ণয়ের একর্মসূচি পালন করা হয়েছে।
এব্যাপারে অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদান সংগঠের পরিচালক ফুয়াদ হাসান বাবু বলেন, অনলাইন ভিত্তিক স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্য হল মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যেন, যে কেউ যে কোন সময় রক্তদাতার সাথে খুব সহজেই সরাসরি যোগাযোগ করতে পারে। রক্তদানে আগ্রহী ব্যক্তিদের রক্তের গ্রুপ ভিত্তিক তালিকাটি উপজেলা ওয়েব পোর্টালে প্রকাশের মাধ্যমে দিনে রাতে যে কোন সময় জরুরি প্রয়োজনে রক্ত প্রাপ্তি নিশ্চিত হবে। যে কোন রক্তের গ্রুপ প্রয়োজন ক্ষেত্রে অন্য কোন রক্তের গ্রুপের রক্ত নিতে পারবে তা জন সাধারনের বোঝার সুবিধার্থে ছক আকারে দেয়া হবে। এর মাধ্যমে জরুরি ক্ষেত্রে প্রয়োজনে অন্য কোন গ্রুপের রক্ত গ্রহণ করা যাবে তা সহজেই বোধগম্য হবে। রক্তদান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমনঃ কেন রক্তদান করবেন, কারা রক্তদান করতে পারবেন সম্পর্কে এখানে ধারনা দেন তিনি।
এসময় কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, সজল কুমার সরকার, মো.মোস্তাফিজুর রহমান সুমন, কেন্দুয়া রিপোর্ট ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন,সাংবাদিক সোহেল আকন্দ,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আনেয়ার, স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্য শাওন, নোহান,হ্রদয়,তরিকুল,মো.শাহরুক খান সাগর উপস্থিত ছিলেন।